রূপগঞ্জ প্রতিনিধিঃ থেমে নেই বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। চরম এই দুঃসময়ে খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ মানুষ বেজায় খুশি। বুধবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ৫০০ হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, করোনাকালের শুরু থেকে বসুন্ধরা ও রংধনু গ্রুপের পক্ষ থেকে রূপগঞ্জের ৫০ হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আটা, গরুর গোশত বিতরণ করা হয়েছে। চলমান রয়েছে এখনো। যতোদিন করোনা থাকবে ততোদিন রূপগঞ্জবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও রূপগঞ্জের আগামী দিনের কর্ণধার রফিকুল ইসলাম রফিক।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, মহিলালীগ নেত্রী মাহমুদা আক্তার, মোহাম্মদআলী মিয়া, তাওলাদ হোসেন প্রমুখ।