ক্রীড়া ডেস্কঃ ফুটবলের রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনার কাতারেই রয়েছেন লিওনেল মেসি। শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তার বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই। ঠিক এমনই মনে করেন আর্জেন্টিনার হয়ে তিনবার বিশ্বকাপ খেলা স্ট্রাইকার হার্নান ক্রেসপো। তার মতে, ২০২২ বিশ্বকাপ জিতবেন মেসি। তবে এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো আড়াই বছর।
আর্জেন্টিনার চতুর্থ সর্বোচ্চ গোলস্কোরার (৩৫) বলেন,সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য মেসির বিশ্বকাপের প্রয়োজন নেই। ইতিহাস ঘাঁটলে শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে আমার মাথায় পাঁচজন ফুটবলারের নাম ঘুরে ফিরে আসে। তারা হলেন পেলে, ডি স্টেফানো, জোহান ক্রুইফ, ম্যারাডোনা ও মেসি।
তবে ২০২২ কাতার বিশ্বকাপে মেসির অপেক্ষার অবসান ঘুচবে বলে মনে করেন ক্রেসপো। তবে কাজটা ভীষণ কঠিন হবে। তবে আশাবাদী তিনি। সাবেক চেলসি তারকা বলেন,আমাদের স্বপ্ন আগামী বিশ্বকাপ জিতবেন মেসি। মেসি-ম্যারাডোনাকে ‘ভিন্ন গ্রহের’ বলে উল্লেখ করেছেন ক্লাব ফুটবলে ৪৫৩ ম্যাচে ১৯৮ গোলের মালিক।