নাসরীন সুলতানাঃ হ্যান্ডশেক এর মাধ্যমে বোঝা যায় ব্যক্তির হাতের পাতা বা করতল শক্ত না নরম। জ্যোতিষ শাস্ত্রের মতে মানুষের হাতের পাতার এই রুপ বৈশিষ্ট্য থেকেও জানা যায় ব্যক্তির প্রকৃতি। বিস্তারিত জেনে নিন।
ব্যক্তির প্রকৃতি:
1)নরম করতল: যে ব্যক্তির হাতের করতাল নরম তার মন ও নরম হয়। এরা মিশুকে স্বভাবের হয়, কৌতুক প্রিয় ও বহু আঘাত পাওয়ার শর্তও এরা নিজেকে প্রতিষ্ঠিত করার সর্বদা চেষ্টা করে।এরা যথার্থ প্রেমিক হয়ে থাকে।
2)শক্ত করতল: এই ব্যক্তিরা কঠোর পরিশ্রম হয়, জীবন যুদ্ধে নির্ভীক সৈনিক হয়। মনের জোর খুব বেশি থাকে। একটুকু গোয়ারে ভাব এদের মধ্যে দেখা যায়, এই স্বভাবের হলেও এরা মনের দিক থেকে নিরপেক্ষ হয়। নিজের বুদ্ধিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে।