নিজস্ব প্রতিবেদকঃ বুকে ব্যথা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ) চিকিৎসাধীন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার কোভিড-১৯ (করোনাভাইরাস) ভাইরাসে আক্রান্তের গুজব ছড়িয়ে পড়লে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, বিষয়টি সঠিক নয়। তিনি কমন ফ্লুতে আক্রান্ত হয়েছেন।
মন্ত্রীর ভাইরাসে আক্রান্তের গুজব নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি জানান, গোলাম দস্তগীর গাজী কোভিডে আক্রান্ত নন। তিনি বুকে ব্যথা এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এ সময় বিএসএমএমইউ উপাচার্য সবাইকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
চিকিৎসকরা জানান, হাসপাতালের ৫১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন মন্ত্রী। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করছেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার জানান, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক রুটিন চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি আছেন। মন্ত্রী, উচ্চ রক্তচাপ ও বাত ব্যথাজনিত কিছু সাধারণ শারীরিক সমস্যায় চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
এর আগে পাটমন্ত্রীর অসুস্থতা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে বলতে থাকেন তিনি কোভিডভাইরাসে আক্রান্ত হয়েছেন।