নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ চলছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে শুরু হওয়া এ সমাবেশে দেশের গণমাধ্যমের শীর্ষ নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।
সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি হত্যার আজ ৮ম বর্ষ। দীর্ঘ সময়েও এই হত্যা মামলার একজন আসামিও গ্রেফতার হয়নি। তদন্তের দায়িত্বে থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গতকাল পর্যন্ত ৭১ বার এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য সময় নিয়েছে।