রূপগঞ্জ প্রতিনিধিঃ প্রায় ১৭৫ জন প্রতিবন্ধি শিশু-কিশোরের ভবিষ্যত গড়ার ঠিকানা প্রত্যয় একাডেমির ভবনের নির্মাণ কাজে স্থানীয় চাঁদাবাজরা বাঁধা দিয়েছে বলে সংবাদ সম্মেলনে স্কুল কর্তৃপক্ষ দাবী করেছে। ফলে তাদের লেখাপড়ার স্বপ্ন ফিঁকে হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে স্কুলের অভিভাবক ও কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন।
সম্মেলনে প্রত্যয় প্রতিবন্ধি শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা আক্তার রিতা বলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে (শেখ রাসেল নগর ইউনিয়ন প্রস্তাবিত) প্রায় সাড়ে চার’শ প্রতিবন্ধি রয়েছে। এর মধ্যে ৬নং ওয়ার্ডের প্রত্যয় প্রতিবন্ধি শিশু একাডেমীতে রয়েছে ১৭৫ জন শিশু-কিশোর প্রতিবন্ধি। দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় একটি বাড়ি ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন কর্তৃপক্ষ। চলতি বছর সরকারের খাস খতিয়ানের ৪ শতক পতিত জমি প্রশাসনের অনুমতিক্রমে লিজ নেয় তারা। পরে সেখানে ভবন নির্মাণ কাজ শুরু করেন।
এদিকে, বৃহস্পতিবার সকালে নির্মাণ কাজ চলাকালে চনপাড়ার মৃত খলিল পাগলের ছেলে মাজেদ, জিলু খাঁর ছেলে ইমান, মৃত আজিজুলের ছেলে শিপন, আব্দুল মান্নানের ছেলে জামাল, আজাহারের ছেলে কামাল বাঁধা দেয়। এসময় তারা এক শতক জমি দাবী কওে, নতুবা বিনিময়ে ৫ লাখ টাকা দাবী করে। সম্মেলনে বক্তরা বলেন, অভিযুক্তরা চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। বক্তারা প্রতিবন্ধি ১৭৫ শিক্ষার্থীর ভবিষ্যত চিন্তা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন প্রশাসনের বরাবর।
সম্মেলনে বক্তব্যে রাখেন, প্রত্যয় একাডেমীর উপদেষ্টা ও ইউপি সদস্য বজলুর রহমান, আনছার আলী, অভিভাবক রফিক মিয়া, আবুল কাশেম, লিলি বেগম, রাশিদা বেগম, নুরুন্নাহার, আব্দুর রহমান, আব্দুর রশিদ প্রমুখ। এসময় প্রতিবন্ধি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের জন্য বহুবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
বিষয়টি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের দৃষ্টিগোচর করা হলে তিনি বলেন, আমরা এখনো অভিযোগ পাইনি। যেহেতু বিষয়টি প্রতিবন্ধি শিশু-কিশোরদের, সেহেতু কঠোরহস্তে ব্যবস্থা নেওয়া হবে।