ডেস্ক নিউজ: সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ইয়াবার চালানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. জাকির হোসেন (৩০)।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কদমতলী বাসটার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকিরকে আটক করে। ধৃত জাকির দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে নগরী ও নগরীর উপকণ্ঠে বিক্রি করতো।
এ ব্যাপারে এসআই মো. শাহিন মিয়া বাদি হয়ে আটক হওয়া আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় দক্ষিণ সুরমা থানায় মামলা (নং-১২(১১)২০১৯ দায়ের করেছেন। ওই মামলায় জাকিরকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।
সূত্র: দৈনিক শ্যামল সিলেট