লালমনিহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭/৪ নং পিলারের নিকট এ ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করে বিজিবি।
নিহতরা হলেন- উপজেলার পূর্ব আমঝোল গ্রামের ওসমান আলীর পুত্র সুরুজ মিয়া (৩৫) ও শাহাজান আলীর পুত্র সুরুজ আলী (৪০)।
এ বিষয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল ইসলাম পূর্বপশ্চিমকে জানান, বুধবার সকালে ভারত থেকে গুরু নিয়ে ফিরছিলেন ওই দুইজন। এ সময় তারা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭/৪ নং পিলারের নিকট পৌছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে ওই দুইজনের মৃত্যু হয়। এছাড়া পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠনো হয়েছে বলেও জানান তিনি।