রূপগঞ্জ প্রতিনিধিঃ এশিয়ান বাইপাস সড়কের ৪ নম্বও সেক্টরের হঠ্যাৎ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পূর্বাচল ক্যাম্পের অভিযানিক দল ৩৮ কেজি গাঁজাসহ তিন মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে। রবিবার দুপুর ১২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদক বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোরের বড়াইগ্রাম থানার পাড় বাঘডুব এলাকার আবু হাশেম মুন্সির ছেলে মোঃ এনামুল হক (৩৬}, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার পেন্নাই এলাকার শরিফ হোসেনের ছেলে মোঃ আক্তার হোসেন (৩৫), ও একই এলাকার মৃত নাসিম উদ্দিনের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩০}।
র্যাব-১ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী জানান, তাদের কাছে খবর ছিলো কুমিল্লা হতে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি পিকআপ কাঞ্চন সেতু হয়ে গাজীপুর জেলার দিকে যাবে। সংবাদ পেয়ে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল দুপুর সাড়ে ১১ টার দিকে পূর্বাচল উপশহরের ৪নং সেক্টরস্থ চায়না প্রজেক্ট সংলগ্ন ঢাকা সিটি বাইপাস সড়কের হঠাৎ মার্কেট মোড়ে রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
দুপুর ১২ টার দিকে একটি পিকআপ দ্রæতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে চেকপোস্টে কর্তব্যরত র্যাব সদস্যরা উক্ত পিকআপটির গতিরোধ করে। পরে তল্লাশী চালিয়ে তিন মাদক ব্যবসায়ীসহ ৩৮.৪০০ কেজি গাঁজা, নগদ ৬ হাজার টাকা ও পিকআপ গাড়ি, ৫টি মোবাইল সেট ও ৫টি সিমকার্ড জব্দ করে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা বলে র্যাব জানায়।