রূপগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক’শ শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০ টায় নগরপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নগরপাড়া এলাকায় ব্রাইট শিশু কানন হাই স্কুল ও নগরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ গাছ বিতরণ করা হয়।
বিতরণ শেষে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই পাঠ করে। পরে আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর অদর্শের সৈনিক কামাল আহমেদ রনজুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী, সাহাবউদ্দিন মুন্সি, মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা নুর ইসলাম, আয়েব আলী, শরিফ আহমেদ, দেলোয়ার হোসেন, সালেহ আহম্মেদ, কেরামত আলী, ফেরদৌসি আহম্মেদ প্রমুখ।