রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ছাত্রলীগ নেতা পেটানোর দুই দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। পুলিশের পক্ষ থেকে কোন ভূমিকা না নেয়ায় উল্টো সন্ত্রাসীরা ঐ ছাত্রলীগ নেতাকে মামলা না করার জন্য অব্যাহত হুমকি দিচ্ছে। গত বুধবার দুপুরে ঘটে যাওয়া ঘটনার পর থেকে শনিবার পর্যন্ত ঐ ছাত্রলীগ নেতা বিচারের দাবীতে পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, পূর্ব শত্রæতার জের ধরে খালপাড় জাহাঙ্গীরের বাড়ির সামনে ছাত্রলীগ নেতা সিদ্ররাতুল ইসলাম শাকিবকে একা পেয়ে ছাত্রদল থেকে ভোট পাল্টানো ছাত্রলীগের হাইব্রীড হিসাবে পরিচিত সৌরভ, রকিব মিয়া, আলআমিন হোসেন, ফয়সাল, বাবু, আউয়াল ও ইসমাঈল হোসেন হত্যার উদ্দেশ্যে বেধড়ক পেটায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা বীরদর্পে ঘটনাস্থল থেকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, এ ঘটনায় ছাত্রলীগ নেতা থানায় মামলা করতে গেলে রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক নূরে আলম নানা টালবাহনা করছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, আসামী পক্ষ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে এসআই নূরে আলম মামলা নিচ্ছে না।
স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন পেশাজীবির লোকজন অভিযোগ করে বলেন, আসামীরা সন্ত্রাসী প্রকৃতির। তারা মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। একসময় তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলো। পরে ভোল পাল্টে ছাত্রলীগে এসে অপরাধ কর্মকান্ড শুরু করে।
রূপগঞ্জ থানার অফিসার মাহমুদুল হাসান বলেন, বিষয়টা খোঁজ নিয়ে দেখবো। ঘটনা সঠিক হলে অবশ্যই মামলা হবে।