নিজস্ব প্রতিবেদকঃ মুজিববর্ষ ২০২০ সালকে স্মরণিয় করে রাখতে নানা কর্মসূচী হাতে নিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ। গত মঙ্গলবার স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সন্ধ্যা সাড়ে ৬ টায় আইসিবি বিডিবিএল ভবন মতিঝিলে এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠিত সভায় মুজিববর্ষের কর্মসূচী প্রনয়ণ ও বাস্তবায়ন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন উপকমিটি বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপকমিটির আহবায়ক করা হয়েছে কেন্দ্রীয় সহ সভাপতি গাজী মিজানুর রহমান এবংসদস্য সচিব -মাহফুজুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক,অগ্রণী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটি। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে র্যালী উপকমিটির আহবায়ক করা হয় তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ন- সাধারণ সম্পাদক, সদস্য সচিব-মুস্তাফিজুর রহমান, ধর্ম সম্পাদক।
অপরদিকে আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশ উপকমিটির আহবায়ক -মারুফ জামান কল্লোল, যুগ্ন- সাধারণ সম্পাদক, সদস্য সচিব -সুমন কান্তি বাড়ৈ রনি, যুগ্ন- সাধারণ সম্পাদক করা হয়। স্মরণিকা প্রকাশ উপকমিটির সম্পাদক-সৈয়দ শাহিনুর রহমানকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে। মিডিয়া উপকমিটির আহবায়ক করা হয় প্রচার সম্পাদক জসিম রেজাকে।
প্রচার (ব্যানার ও পোস্টার) উপকমিটির আহবায়ক – আনিসুর রহমান,দপ্তর সম্পাদক ও সদস্য সচিব – রিজেন্ট মাহমুদ সানিয়া, সভাপতি, বিডিবিএল প্রাতিষ্ঠানিক কমিটি। এছাড়া অর্থ উপকমিটির আহবায়ক – রিয়াজুল ইসলাম রিয়াজ, সহ- সভাপতি ও সদস্য সচিব -আসাদুল্লাহ্ আসাদ, অর্থ সম্পাদক। এছাড়া বেসিক ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে মোঃ জাহিদুল ইসলাম কে অনুমোদন দেয়া হয়।