রূপগঞ্জ প্রতিনিধিঃ পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের (বীরপ্রতীক) সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার বিকালে কায়েতপাড়া ইউনিয়নের ৫ নং ওয়াডের আওয়ামীলীগের প্রধান কাযালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ৫নং ওয়াড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও বঙ্গবন্ধুর আদশের সৈনিক কামাল আহম্মেদের উদ্যােগে দোয়া পরিচালনা করেন মাওলানা সিদ্দিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী ইছব আলী, শাহাবুদ্দিন মুন্সী, মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মেহের আলী, শরিফ আহম্মেদ, তাজুল ইসলাম, মনির হোসেন, সালামত উল্লাহ, ছাত্রলীগ নেতা তৌকির আহম্মেদ, আজমির আহম্মেদ।
এছাড়াও ৫ নং ওয়াডের ৯ টি মসজিদের পেশ ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে। এর আগে শুক্রবার কামাল আহম্মেদের উদ্যোগে ৯ টি মসজিদে গাজী গোলাম দস্তগীরের জন্য দোয়া করানো হয়।