জাগো প্রতিবেদকঃ পুরোপুরি ভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে এবারকার পবিত্র শবে বরাত। কোভিড-১৯ এর সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় এবার বাসায় নফল ইবাদত পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে সরকারি নিদের্শনায় এবার তালাবদ্ধ ছিল নগরীর মসজিদগুলো। মাইকে মাইকে ঘোষণা দেয়া হয় যাতে মসজিদে কেউ জড়ো না হন। পবিত্র এই রাতে পৃথিবী থেকে বিদায় নেয়া স্বজনের কবরেও অনেকে যান দোয়া করতে। কিন্তু এবার কবরস্থানেও সমাগম না করতে বারণ ছিল। ফলে মসজিদের মতো তালাবদ্ধ ছিল রাজধানীর কবরস্থানগুলোও।
ধর্মপ্রাণ মুসল্লি যার যার বাসায় নফল ইবাদত করেছেন, স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন কারোনার এই দুর্যোগ থেকে সবাইকে রক্ষার।