ডেস্ক নিউজ: এসএমপির ৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পরোয়ানা তামিল, চোরাই গাড়ী উদ্ধার, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায়, মাদক দ্রব্য উদ্ধার ও মামলা নিষ্পত্তি, বিচারের জন্য অধিক সংখ্যক মামলা প্রস্তুত, মামলা নিষ্পত্তি ও এফ এম প্রেরণ তথা অক্টোবর মাসের পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
মাসিক কল্যাণ ও অপরাধ সভায় কোতোয়ালী মডেল থানার এসআই খোকন দাস,
শাহপরাণ (রহঃ) থানার এসআই রিপটন পুরকায়স্থ, ট্রাফিক বিভাগের সার্জেন্ট নুরে আলম সিদ্দিকি, মহানগর গোয়েন্দা বিভাগের এসআই মো. মাহাবুর আলম মন্ডল, এএসআই রাজীব রায়, এসএমপি কোর্টের এএসআই এস.এম লুৎফর রহমান, এয়ারপোর্ট থানার এএসআই সুবীর চন্দ্র দেব’র হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, পিবিআই সিলেট’র পুলিশ সুপার হুমায়ন কবির, অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসাসহ সকল অতিরিক্তি উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুারিস্ট পুলিশের প্রতিনিধি, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের প্রতিনিধি, র্যাব ৯ এর এএসপি নাহিদ, রেলওয়ে পুলিশের প্রতিনিধি, ও সি.আই.ডি সিলেট এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।