হতাম যদি ছোট্ট প্রজাপতি,
রঙের ছোঁয়ায় রাঙিয়ে দিতাম
আমার পাখা দুটি ।
হতাম যদি ছোট্ট পাখির ছানা,
নরম ঘাসটি মাড়িয়ে দিতাম
করতো না কেউ মানা ।
হতাম যদি আকাশের ঐ তারা,
পথিকের পথ দেখতাম
ঊর্ধ্বপানে তাকিয়ে হত সারা ।
হতাম যদি সাঁঝের জোনাকী,
আলোয় আলোয় ভরিয়ে দিতাম,
আঁধার পৃথিবী ।
প্রজাপতি, ছোট্টপাখি, জোনাকী আর তারা,
হে বিধাতা, তোমার সৃষ্টি মাঝেই
আমি হলাম আত্মহারা।
@@ সহকারী শিক্ষিকা, চন্ডীপ্রসাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলা, সিলেট।