নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির বীর সূর্য সন্তানদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারন সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
জানা গেছে, আজ ভোরে (সোমবার) কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনটির শীর্ষ দুই নেতা। সকাল সাড়ে ৮ টায় সংগঠনটির নেতাকর্মীরা জয় বাংলা-জয়বঙ্গবন্ধু স্লোগান দিয়ে (ধানমন্ডি ৩২ এ) বঙ্গবন্ধুর স্মৃতিস্থম্ভতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাতলীগের সাবেক নেতা মাসুদ রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, কেন্দ্রীয় ছাতলীগের সাবেক নেতা নাজমুল হাসান সোহাগসহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম আই শিশির, সহ সভাপতি এম জাকির হোসাইন, যুগ্ম-সাধারন সম্পাদক সঞ্জিব বসাক, ঢাকা কলেজ সাবেক নেতা এইচ এম আসিব ইকবালসহ প্রমূখ।
এ প্রসঙ্গে সাধারন সম্পাদক তারিক সাঈদ বলেন, বঙ্গবন্ধু নেতৃত্বে এ দেশের বীর সন্তানরা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের অমূল্য অবদানের জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। সেই বীরদের প্রতি আমাদের আজকের এই শ্রদ্ধা। সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করেছে। বঙ্গবন্ধু ডাকে যে বীর শহীদরা নিজের জীবন উৎসগ করে দিয়েছেন তারা বাঙালির মনের মধ্য কোনে থাকবে আজীবন। এ বীরদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।