ডেস্ক নিউজ: আজ রোববার বিকেল ৩টায় শাহপরাণ থানায় নিলাম হবে র্যাবের হাতে আটক হওয়া সেই পেঁয়াজ।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম চৌধুরী।
ওসি জানান, বিকেলে সিলেট মেট্রােপলিটন’র ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের উপস্থিতিতে নিলাম কাজ সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র্যাব-৯ পরিচালিত একটি অভিযানে ট্রাকভর্তি পেঁয়াজের চালান আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, ৭,২০০ কেজি পিয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।