শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন পুরুষ (৪৫) ও নারী (৩৫) এবং দুই শিশু রয়েছে। হাসপাতালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় আরও তিনজনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি এরশাদুল হক।
শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে আসা মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ওসমানীনগরের দিকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে শিশুসহ তিনজনের মৃত্যু হয়।