ডেস্ক নিউজঃ বখাটে স্টাইলে চুল কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কতা দিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
বুধবার তিনি ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট থেকে থানারোড পর্যন্ত সকল সেলুনে সতর্কতা দিয়ে সেলুনগুলোতে সাটানো চুল কাটার বিভিন্ন স্টাইল নমুনার পোষ্টারগুলো অপসারণ করেন।
এ সময় সেলুন পরিচালকদের সতর্ক করে দিয়ে বলেন, আর এ ভাবে বখাটে স্টাইলে চুল কাটা যাবে না। কেউ বখাটে স্টাইলের চুল কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।