নিজস্ব প্রতিবেদকঃ জামিন ও অন্যান্য জরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতের সব বিচারকাজ সাময়িকভাবে মুলতবি করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
করোনাভাইরাস মহামারি ঠেকাতে আদালতের কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে বৈঠকে বসেন তারা।
এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) করোনাভাইরাস থেকে রক্ষায় কারাবন্দি আসামিদের জামিন শুনানির দিন আদালতে হাজির হতে হবে না বলে নির্দেশনা দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। দেশের সব নিম্ন আদালতের প্রতি এ নির্দেশনা দেন।
নির্দেশনায় বলা হয়, কোনও আসামিকে জামিন শুনানির দিন কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনও ভাবে আদালতে হাজির হতে হবে না।