মানসিক ভাবে ভেঙে পড়ার পরে নিজেকে সামলান আলিয়া। অনলাইন ট্রোলিংকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে জানান অনুরাগ-কন্যা। যিনি বা যাঁরা সেখানে নেতিবাচক ক্রিয়াকলাপ করেন, তাঁদেরও ব্লক করে দেন তিনি। কারণ, নেটমাধ্যমে ইতিবাচক দিকটাকেই প্রাধান্য দিয়ে চান আলিয়া।
অনুরাগের প্রথম পক্ষের সন্তান আলিয়া। তাঁর মা আরতি বজাজও যুক্ত বলিউডের সঙ্গে। তবে মা-বাবার মতো বলিউডে আসার ইচ্ছে নেই তাঁর। গ্ল্যামারের জগৎ থেকে নিজেকে দূরে রাখতে চান এই তারকা সন্তান।