রূপগঞ্জ প্রতিনিধিঃ নিখোঁজের ৬ দিনেও খোঁজ মেলেনি ট্রিপল ইটভাটা মালিক মিজানুর রহমানের। গত ১৫ মার্চ খিলক্ষেত নামাপাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। তার নিখোঁজের বিষয়টি পরিবারের লোকজন রহস্যজনক মনে করছেন। নিখোঁজের ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।
নিখোঁজ মিজানুর রহমানের ছেলে পাভেল রহমান জানান, তার পিতা মোঃ মিজানুর রহমান একজন ব্যবসায়ী। তার রূপগঞ্জে ট্রিপল ইটভাটা নামে একটি ইটভাটা রয়েছে। তার বয়স ৬২ বছর। গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা অনুমান ৫ ফুট সাড়ে ২ ইঞ্চি।
তিনি জানান, গত ১৫ মার্চ ৪ টার দিকে খিলক্ষেত ক- ২০৪/১/এ -বোট ঘাট নামাপাড়া নিজ বাসা হতে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। পরে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুজিঁ করা হয়। নিখোঁজের ঘটনা রহস্যজনক বলে দাবী করছেন তারা।
এ ঘটনায় পাভেল রহমান খিলগাও থানায় সাধারণ ডায়েরী ( যার নং-১১১৩} দায়ের করেছেন। পাশাপাশি খোঁজ মিললে ০১৮৪০৮৮৮৮৮৪ নাম্বার সেলফোনে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।