ডেস্ক নিউজঃ এক কোটি ৫৭ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপ রিচালক ডা. মো. আব্দুস ছালামসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১২ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল আলম আদালতে চার্জশিট জমা দেন।
দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।
অন্য যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তারা হলেন ঢাকার কাকরাইলের মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. জাকির হোসেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হিসাবরক্ষক মো. আবদুল কুদ্দুছ আটিয়া ও তার ছেলে আরিফ আহমেদ।
চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫-১৬ অর্থবছরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কথিত এমএসআর সামগ্রী সরবরাহের নামে ২৪টি ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্য দিয়ে তারা দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ২০১৮ সালের ২৪ মে কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়। মামলার বাদি হলেন দুদক প্রধান কার্যলায়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।