নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে আসন্ন মেয়র নির্বাচন কালীন প্রস্তুতি এক আলোচনা সভার আয়োজন করেছেন।
গত ৭ জানুয়ারি মঙ্গলবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ৷
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল সহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।