নিজস্ব প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রচণ্ড দুঃসময়ে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আস্থা রেখেছিলেন জিল্লুর রহমানের ওপর। যখন অন্য নেতারা ভিন্ন সুরে কথা বলছিলেন, তখন দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন জিল্লুর রহমান। ধৈর্যের সঙ্গে কীভাবে সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে হয় এবং সুন্দর ভাষায় কঠোর প্রতিবাদ করতে হয়, তা তিনি শিখিয়েছিলেন।
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত এক সভার প্রথম দিনে আজ শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে জিল্লুর রহমান পরিষদ।
জিল্লুর রহমান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুদ্দিন পাঠানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা এম এ করিম। বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খোকা।