ডেস্ক নিউজ: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার মৃত আলকাছ আলীর ছেলে ছোয়াব আলী (৭৫) নিখোঁজের ঘটনায় থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।
শনিবার নিখোঁজের ছেলে ফজর আলী সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারন ডায়েরি (নং ১৩০৫) দায়ের করেন।
জানা যায়, ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার মৃত আলকাছ আলীর ছেলে ছোয়াব আলী (৭৫)কে তার ছেলে ফজর আলী ৯ নভেম্ভর চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ১২ নভেম্বর সকাল অনুমান ৯টার দিকে হাসপাতালের ৪র্থ তলায় ৪নং ওয়ার্ডে, বেড নং ২০ এ ভর্তী রেখে ফজর আলী পপুলার ডায়গনেষ্টিক থেকে বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষার রিপোর্ট আনতে গেলে সেখান থেকে ফিরে এসে তার বাবা রক্ষিত স্থানে নেই।