স্পোর্টস ডেস্ক : ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে একদিন খেলা বন্ধ থাকার পর ফিরে এসে গোলবন্যায় ভাসলো কাউন্সিলর আফতাব হোসেন খান দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট। সিলেটজুড়ে আলোচিত এ টুর্নামেন্টে সোমবার (১১ নভেম্বর) রাতের তিনটি খেলার প্রথমটিতে যেন গোলের বন্যাই দেখলো মাঠের ক্রীড়ামোদী সব দর্শক। পরের দুটো ম্যাচ কিছুটা গোলখরায় কাটলেও প্রথম ম্যাচ একেবারে উজাড় করে দিয়েছে দর্শকদের।
সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার মরিয়মের মাঠে অনুষ্ঠিতব্য সোমবার রাতের তিনটি খেলায় জয় পেয়েছে ছাবিয়ান সেভেন স্টার (ফাজিল চিশ্ত), শহীদ হালিম একাদশ-২ (পশ্চিম পীরমহল্লা) ও ম্যাট গ্যালারি (লাল দীঘির পাড়)।
প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল এ.ভি.এফ (জালালাবাদ, সুনামগঞ্জ) ও ছাবিয়ান সেভেন স্টার (ফাজিল চিশ্ত)। এ.ভি.এফ দল সুদূর সুনামগঞ্জ থেকে আসলেও এলাকার নামের সাথে সুবিচার করতে পারেনি। বরং হেরেছে প্রতিপক্ষের কাছে নিরুপায় আত্মসমর্পণ করে। আর জয়টা স্মরণীয় হয়ে থাকলো ছাবিয়ান সেভেন স্টারের জন্য। কারণ, জয়ের ব্যাবধান ১০-০ গোলের। খেলায় একাই ৫টি গোল দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ছাবিয়ান সেভেন স্টারের আমির।
প্রথম ম্যাচে গোলবন্যা হলেও গোলখরায় কেটেছে দ্বিতীয় ম্যাচ। তবে নির্ধারিত সময় শেষে সাদা মাঠ ফুটবল কিং (উত্তর পীরমহল্লা) কে ১-০ গোলে ব্যাবধানে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে শহীদ হালিম একাদশ-২ (পশ্চিম পীরমহল্লা)। খেলায় নিজে কোনো গোল না দিলেও অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শহীদ হালিম একাদশের রাব্বি।
দ্বিতীয় খেলার মতো রাতের ৩য় খেলাতেও লড়াই ছিল হাড্ডাহাড্ডি। যেখানে ম্যাট গ্যালারি (লাল দীঘির পাড়) এর মুখোমুখি হয় হয় ইমন ফুটবল ক্লাব (সুবিদ বাজার)। খেলায় ইমন ফুটবল ক্লাব (সুবিদ বাজার)কে ১-০ গোলের ব্যাবধানে হারিয়ে জয় পায় ম্যাট গ্যালারি। এ খেলাতে জয়সূচক ১টি মাত্র গোল দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ম্যাট গ্যালারির নাসির।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন- হাসান আলী বাদল এবং সহকারী রেফারি হিসেবে ছিলেন- সালেহ আহমদ ও আব্দুল হাসিম। ধারা বিবরণীতে ছিলেন- আফাজ উদ্দিন আহমেদ।
খেলা পরবর্তী ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও টুর্নামেন্টের প্রবর্তক আফতাব হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, টুর্নামেন্টের অর্থ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সমাজসেবী নজরুল ইসলাম দুদু, নওশেরান চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম কামরুল আই রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ প্রমুখ।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেট ভয়েস ডটকম’।
মঙ্গলবারের (১২ নভেম্বর) খেলা :
#শাহ জালাল স্পোর্টিং ক্লাব (ছাতক) বনাম ইব্রাহিম ইলিভেন ফাইটার্স (হাটখোলা, বাদাঘাট)।
# ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব (জগন্নাথপুর) বনাম চৌধুরীবাজার যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব (জকিগঞ্জ)।
#ভাই-বন্ধু একাদশ (উত্তর পীরমহল্লা) বনাম মারুফ-ইমন-রাহুল একাদশ (পশ্চিম পীর মহল্লা)।
প্রতিদিন মাঠে উপস্থিত থেকে সকল খেলা উপভোগ করতে ক্রীড়ামোদী সবার প্রতি অনুরোধ জানিয়েছেন ৭ ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান।