ডেস্ক নিউজ: শহরতলীর খাদিমনগর এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এসময় ২৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর ২ টায় খাদিমনগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, নগরীর খাদিমনগর চা বাগান এলাকার সত্য নারায়ন কুরমীর ছেলে জয়রাম কুরমী (৪৬), রাম জতন গোয়ালার ছেলে সেকেন গোয়ালা (৪৬) এবং নগরীর উত্তর পীরের চর এলাকার তজমুল আলীর ছেলে মো. জয়নাল (২৭)।
পরে উদ্ধারকৃত আলামত ও আটককৃতদের সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।