ডেস্ক নিউজ: কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নাম তেরাব আলী (৩৫)। তিনি উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চিকাডহর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানুর নির্দেশনা
এসআই স্বপন মিয়া, এসআই মোস্তাক আহমেদ, এসআই মিজানুর রহমান ও এসআই ইসমাইল হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১৫বোতল-ক্যান ভারতীয় বিয়ারসহ তাকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরষ করা হয়েছে।
সূত্র: শ্যামল সিলেট