ডেস্ক নিউজ: সিলেট নগরীর বন্দরবাজার থেকে পেশাধার তিন চোরকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন,
ভার্থখলার মুক্তার মিয়ার কলোনীর ভাড়াটে আয়াত আলীর ছেলে আালাউদ্দিন, রেলগেইট
এনাম মিয়ার কলোনীর ভাড়াটে উজ্জল মিয়ার ছেলে পাবেল মিয়া ও বর্তমানে সিলেট রেলওয়ে স্টেশনে ভাসমান অবস্থায় থাকা চুনু মিয়ার ছেলে লিটন মিয়া।
বুধবার রাতে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নি:) আকবর হোসাইন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বন্দরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।