বিনোদন ডেস্কঃ পার্টি করতে কে না ভালোবাসেন তা যদি আবার হয় পুল পার্টি তাহলে তো কোনো কথাই নেই। বর্তমান জেনারেশন ভীষণভাবে পার্টি এডিক্টেড। কথায় কথায় পার্টি থ্রো করে তারা। লাউড মিউজিক, হার্ড ড্রিংকসের সাথে প্রিয় মানুষজনের কম্বিনেশন উপভোগ করতে চান সকলেই। ঠিক এরকম মেজাজেই সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এশনা মহেশ্বরী কে।