নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল অপারেটর মোহাম্মদ ফরহাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে উত্তর বাড্ডায় ফোম তৈরির কারখানায় আগুন লাগে। নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।