নিজস্ব প্রতিবেদকঃ ঢাকায় সফিউল ইসলাম মহিউদ্দিন, যশোর শাহিন চাকরাদাল, চট্টগ্রামে মেয়র পদে রেজাউল করিম, বগুড়ায় শাহাদারা মান্নান, গাইবান্ধায় উম্মে কুলসুম স্মৃতিকে মনোনয়েন দিয়েছে আওয়ামালীলীগ। চসিক নির্বাচনে মেয়র পদে আজম নাসিরকে নয় রেজাউলকে মনোনয়ন দিয়েছে দলটি ।
সংসদের উপনির্বাচনে বগুড়ায় শাহাদারা মান্নান,ধানমন্ডিতে সফিউল ইসলাম মহিউদ্দিন,যশোরে শাহীন চাকলাদার,বাগেরহাটে আমিরুল আলম মিলন,গাইবান্ধায় উম্মে কুলসুম স্মৃতি কে মনোনয়ন দেয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ডে এ মনোনয়ন চুড়ান্ত হয়।